
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: প্রকাশ্যে এল ইলেকট্রনিক অ্যাম্বেসেডর এর প্রথম ঝলক। কামব্যাকের প্রস্তুতি Hindustan Motors -এর । এক ইউরোপীয় সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ইলেকট্রিক ভার্সনে অ্যাম্বাসেডর বাজারে আনতে হিন্দুস্তান মোটরস। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই এই বিষয়ে দুই কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।যদিও Hindustan Motors উত্তরপাড়া কারখানা থেকে ইলেকট্রিক অ্যাম্বাসেডর উৎপাদন করবে না। পশ্চিমবঙ্গ প্রথমে রাজ্যের বাইরে Hindustan Motors -এর চেন্নাইয়ের কারখানা থেকে এই ইলেকট্রিক অ্যাম্বেসেডর উৎপাদনের পরিকল্পনা চলছে।
