
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: দর্শকের সামনে প্রকাশ করা হল হিন্দি ছবি ‘তাল্লুক’ এর প্রথম লুক। সিনেমায় অভিনয় করছেন বিনয় পাঠক ও অনুপ্রিয়া গোয়েঙ্কা।প্রেরণা ভি অরোরা নিবেদিত, শ্রীতমা দত্ত পরিচালিত এই ছবি এক অন্য ধারার প্রেমের গল্প বলবে। এছাড়াও এই সিনেমার হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন ছোটপর্দার খ্যাতনামা অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।