
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: রণবীরের বান্দ্রার পালি হিলের বাড়ি ‘বাস্তু’-তেই সাত পাকে বাঁধা পড়লেন রণবীর ও আলিয়া। পাঞ্জাবি নিয়মে গাঁটছড়া বাঁধার পর প্রথমবার প্রকাশ্যে এলো নবদম্পতি। সোনালি রঙের শাড়িতে আলিয়া ভাট।সাথেই কনের সঙ্গে ম্যাচিং করেই রণবীর পরেছেন সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি। এই আভূষণ ধরা পরল রালিয়ার। বিয়ের থিম অবশ্যই সাদা এবং সোনালী। আলিয়া ও রণবীরের গাঁটছড়া বাঁধলেন করণ জোহর। পাশাপাশি মণ্ডপে রাখা ছিল প্রয়াত তারকা অর্থাৎ রাণবীর কাপুরের বাবার ঋষি কাপুরের ছবি। করণ ছাড়াও বিয়েতে হাজির ছিলেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, শাহিন ভাট, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, আকাশ আম্বানি, শ্লোক আম্বানি সহ দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা। সব মিলিয়ে বলতেই হয় এখন ট্রেন্ডিং “#রালিয়া”।