
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ভক্তদের উপহার দিতে নববর্ষে মুক্তি পেল যশ , নুসরত অভিনীত রকস্টারের প্রথম ঝলক। অংশুমান প্রত্যুষ পরিচালিত রকস্টারের পোস্টার স্পষ্ট উঠে এসেছে, জ্যামি (ইয়াশ দাসগুপ্ত) একদিকে মিউজিক লাভার অপর দিকে হাতে রিভলবার । একদম জমালের চরিত্রে। এই প্রথম ইয়াশকে এমন অবতারে দেখা যাবে যেভাবে তাঁকে আগে কখনও দেখা যায়নি। ছবির লুকে একদম ভিন্ন ভাবে ধরা দিয়েছেন তিনি। রকস্টার সম্পর্কে ও তাঁর নতুন লুক সম্পর্কে অভিনেতা বলেন, ‘এই ছবিতে আমি আমার লুক নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সপেরিমেন্ট করতে পেরেছি। প্রত্যেকদিন আমারা ৩ ঘণ্টা ধরে ফাইনাল লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতাম। জ্যামি এমন একজন ছেলে যে জীবনে কোনও নিয়ম মানে না। কিন্তু এমন এক কারণে তার জীবন বদলে গেল যা ছবির গল্প তৈরি করে।’ শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবি রকস্টার মুক্তি পেতে চলেছে এই বছরেই তাই এখন একটু অপেক্ষা তো করতেই হবে।