সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : পিঠে ব্যাগ নিয়ে স্কুল জীবনের যাত্রা শুরু করলেন রাজ – শুভশ্রী পুত্র ইউভান। স্কুল যাবার আগের মুহূর্ত তুলে ধরলেন নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী মা শুভশ্রী। ঘন্টা খানেকের মধ্যেই সেই ছবি হয়ে গেল ভাইরাল। ছবি শেয়ার করার কয়েক সেকেন্ডের মধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে গেল কমেন্ট বক্স। ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা ঘটছে!’ জন্মানোর পর থেকেই ইউভানের প্রায়শই ছবি পোস্ট করেন অভিনেত্রী এবং পরিচালক রাজ। জন্ম থেকেই দর্শকদের কাছে ভালোবাসা পাত্র হয়ে আসছে ছোট ইউভান। আজ থেকে তার ও এক নতুন যাত্রা। প্লে স্কুলে ভর্তি করানো হয়েছে ইউভানকে। স্কুলের নাম এখনো জানা যায়নি।
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : পিঠে ব্যাগ নিয়ে স্কুল জীবনের যাত্রা শুরু করলেন রাজ – শুভশ্রী পুত্র ইউভান। স্কুল যাবার আগের মুহূর্ত তুলে ধরলেন নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী মা শুভশ্রী। ঘন্টা খানেকের মধ্যেই সেই ছবি হয়ে গেল ভাইরাল। ছবি শেয়ার করার কয়েক সেকেন্ডের মধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে গেল কমেন্ট বক্স। ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা ঘটছে!’ জন্মানোর পর থেকেই ইউভানের প্রায়শই ছবি পোস্ট করেন অভিনেত্রী এবং পরিচালক রাজ। জন্ম থেকেই দর্শকদের কাছে ভালোবাসা পাত্র হয়ে আসছে ছোট ইউভান। আজ থেকে তার ও এক নতুন যাত্রা। প্লে স্কুলে ভর্তি করানো হয়েছে ইউভানকে। স্কুলের নাম এখনো জানা যায়নি।