‘প্রবীণতম’ পদ্মশ্রীপ্রাপক যোগগুরু স্বামী শিবানন্দ 

Spread the love

শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ১২৫ বছর বয়সে পদ্মশ্রী পেলেন যোগ গুরু স্বামী শিবানন্দ।দেশের ইতিহাসে তিনিই সবচেয়ে প্রবীণ পদ্মশ্রী পুরস্কার বিজয়ী। স্বামী শিবানন্দ‌ পুরস্কার গ্রহণের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একেবারে হাঁটু মুড়ে, মাথা নুইয়ে মাথা নত করে প্রণাম জানান। যোগশাস্ত্রে বিশেষ পাণ্ডিত্যের জন্যই স্বামী শিবানন্দজিকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়। এছাড়া তিনি গত ৫০ বছর ধরে পুরীতে কুষ্ঠ-আক্রান্ত মানুষের ক্রমাগত সেবা করছেন। এই ‘প্রবীণতম’ পদ্মশ্রীপ্রাপকের জন্ম বাংলাদেশের সিলেটে। পরবর্তীকালে ১৯৫৯ সালে গুরুর নির্দেশে তিনি কাশীধামে থাকতে শুরু করেন ।বর্তমানে  অসিঘাটের কাছে কবীর নগরেই তার বসবাস। ভারতের যোগশাস্ত্রকে বিশেষ মাত্রা দিয়েছেন সাথে নিয়মিত শরীরচর্চা ও অনুশীলনের মধ্যে দিয়েই অর্জন করেছে দীর্ঘায়ু। অবশেষে তার এই নিঃস্বার্থ পরিশ্রমের স্বীকৃতি মিলল ১২৫ বছর বয়সে ।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।