
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : এবার বাচিকশিল্প জগতে নক্ষত্র পতন। শনিবার সকাল ৭টায় প্রয়াত হলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও আবৃত্তিকার পার্থ ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। ভোররাতে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর ট্রান্সফার করা হয় আইসিইউতে। গলার অস্ত্রোপচার হয়েছিল। সেই কারণে এক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। ২০২১ সালের ২৬ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষ। পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটির ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয় ছিল আবৃত্তি প্রেমীদের কাছে। শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর। পার্থ ঘোষের প্রয়াণের শোকে শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।
