
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: সাম্প্রতিককলে পুত্র সন্তানের জননী হয়েছেন কৌতুক শিল্পী ভারতী সিং। ভারতী সিং বলিউডের একজন জনপ্রিয় কৌতুক শিল্পী। গর্ভবতী অবস্থাতেও তাকে এক রিয়্যালিটি শো তে দেখা গেছে। গত ৩ এপ্রিল তিনি মুম্বইয়ের এক হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। প্রসবের যন্ত্রণা শুরুর পর থেকেই তিনি এক ভ্লগ বানান। ভারতী তার ভ্লগে প্রসবের দুই দিন আগে থেকে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত তার যাত্রা শেয়ার করেছেন। গর্ভবতী থাকা সত্বেও নয় মাস ধরে তিনি কাজ করে গেছেন। যা সত্যিই প্রশংসিত। ভারী চেহারার জন্য তাকে আগে থেকেই অনেক কটাক্ষ র সম্মুখীন হতে হয়েছিল। সেই সবের তোয়াক্কা না করেই তিনি কাজ করে গেছেন এবং নিজের মধ্যে এক বড়ো বদল এনেছিলেন রোগা হয়ে। গর্ভবতী অবস্থাতে নিজের কাজ চালিয়ে তিনি প্রত্যেক নারীর কাছে এক শক্তিশালী অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন।