ফের কি বঙ্গ ভিজবে?

Spread the love

স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: সকাল থেকেই আকাশের মুখভার। দেখা নেই রোদের। কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ %। সর্বনিম্ন আর্দ্রতা ৪৫ %। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকার সম্ভাবনাও রয়েছে। তবে বুধবার সকাল থেকে আকাশের মুখভার থাকলেও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। যদিও তার সঙ্গে গভীর নিম্নচাপের কোনও সম্পর্ক নেই। তবে আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশিই থাকতে পারে। ফলে আগামী কয়েকদিনও তীব্র গরমে অতিষ্ঠ হবে বাংলা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়নি। তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছিই থাকবে। প্রসঙ্গত, আন্দামানে ঘূর্ণিঝড়় ‘অশনি’ তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি। তেমন ঝড়বৃষ্টি হয়নি সেখানে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর ‘অশনি’ মায়ানমারে তাণ্ডব দেখানোর কথা। সে কারণে আগাম সতর্কতামূলক প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাপনাই নেওয়া হয়েছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বাংলায় ক্ষয়ক্ষতির কোনও সম্ভাবনা নেই।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।