ফের মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের অভিযোগ

Spread the love

সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: ইন্টারনেটের সাহায্যেই বিগত বছরগুলিতে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা ফাঁস হয়ে যেত। সেই ঘটনা লক্ষ্য করেই এবার কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রীতিমত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় পরীক্ষা চলাকালীন সময়ে ৪ ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। কিন্তু অভিযোগ, সেই পদক্ষেপ নিয়েও শেষরক্ষা হল না। কেননা দাবি উঠেছে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষার দিনেই ইন্টারনেটের হাত ধরেই ফাঁস হয়ে গিয়েছে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন। যেই প্রশ্ন নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা গ্রুপে ছড়িয়ে পড়েছে। যদিও এদিন দুপুর পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ এই ঘটনার সত্যতা স্বীকার করে নেয়নি। তবে তাঁরা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন। রাজ্যের বেশ কিছু মহল থেকে দাবি করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে চলতি বছরের মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরাজির প্রশ্ন। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে ঘুরছে প্রশ্নের ছবি। তবে ভাইরাল ওই প্রশ্নপত্রই আসল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইংরাজির প্রশ্ন। অর্থাৎ পরীক্ষা শুরুর সওয়া একঘণ্টা আগেই তা সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। আর এই সঙ্গে এটাও মনে করা হচ্ছে যেহেতু পরীক্ষার্থীরা পৌনে ১২টার আগে হাতে প্রশ্নপত্র পাবে না তাই তাঁদের হাত দিয়ে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ওই সব ছবিতে দেখা যাচ্ছে, প্রশ্নের কয়েকটি অংশ। দেখা যাচ্ছে, আনসিন প্যাসেজ, গ্রামারের বেশ কিছু প্রশ্ন। তবে এটিই এবছরের মাধ্যমিকের প্রশ্ন পত্র কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও ইতিমধ্যেই পর্যদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ফাঁস হওয়া প্রশ্নটি ভুয়ো।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।