
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: আবারও ধর্ষণ রাজধানী দিল্লিতে। অভিযোগ, দিল্লির বাসিন্দা প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার সম্প্রতি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে একটি ১৭ বছর বয়সী নাবালিকাকে। ঘটনাটি দিল্লির কারোল বাগ এলাকার। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন ওই আইবি অফিসার চাকরি দেওয়ার নাম করে ১৭ বছর বয়সী ওই নাবালিকাকে কারোল বাগের একটি হোটেলে ডেকে আনে। ওই হোটেলেই নাবালিকার ওপর অত্যাচার চালানো হয় বলে খবর। যদিও এই ঘটনার পর থেকে ওই আইবি অফিসারের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ধর্ষণের এই ঘটনা প্রকাশ্যে আসতেই তিনি পালিয়ে গিয়ে কোথাও গা ঢাকা দিয়েছেন বলে গুঞ্জন। বুধবার সকালে ওই ধর্ষিতা নিজেই কারোলবাগ থানায় এসে অবসরপ্রাপ্ত ওই আইবি অফিসারের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছে। তখনই সে জানায় যে, তাঁকে চাকরি দেওয়ার নাম করে কারোলবাগের ওই হোটেলে ডাকা হয়েছিল। ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে পকশো আইনে মামলা করেছে কারোলবাগ থানার পুলিশ।