সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: দেশ জুড়ে শুধু এখন একটাই ঝড় বইছে, আর তা হল দক্ষিণী ছবি ‘কে জি এফ ২’ এর। গত ১৪ এপ্রিল কন্নড়, তেলেঙ্গু, তামিল, মালায়ালাম, হিন্দি ভাষায় এই সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার সাথে সাথেই চূড়ান্ত সাফল্য লাভ করেছে। দক্ষিণী তারকা যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ২। এই ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা টন্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।শুধু হিন্দিতেই এই ছবি প্রথম দিনে ৬৩.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে।
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: দেশ জুড়ে শুধু এখন একটাই ঝড় বইছে, আর তা হল দক্ষিণী ছবি ‘কে জি এফ ২’ এর। গত ১৪ এপ্রিল কন্নড়, তেলেঙ্গু, তামিল, মালায়ালাম, হিন্দি ভাষায় এই সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার সাথে সাথেই চূড়ান্ত সাফল্য লাভ করেছে। দক্ষিণী তারকা যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ২। এই ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা টন্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি।শুধু হিন্দিতেই এই ছবি প্রথম দিনে ৬৩.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে।