
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিত্সার খরচ বাবদ প্রায় ২০০ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য সরকার। এই দাবি করে পাওনা মেটানোর জন্য স্বাস্থ্যসচিবকে চিঠি দিল পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলির সংগঠন। বলা হয়েছে, এত টাকা বাকি রাখলে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ভর্তি নেওয়া কঠিন। সমস্ত বকেয়া দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যসচিব। সূত্রের দাবি, শহরের ১৬টি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী খাতে বকেয়া ২০০ কোটি টাকা। সেই বিল এখনও মেটায়নি রাজ্য সরকার! বিষয়টি নিয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছে পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলির সংগঠন|তাদের দাবি, এতদিন নিজেদের গাঁটের কড়ি খরচ করে রাজ্যের ওই প্রকল্প চালানো হয়েছে। আর তা সম্ভব নয়। এবার ওই বকেয়া না মেটালে স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। অতীতেও স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধের কথা বলেছিল অনেক হাসপাতাল। পরে রাজ্যের হস্তক্ষেপে তা আর হয়নি। তখন রাজ্য জানিয়েছিল, রোগীকে ছেড়ে দেওয়ার ২০ দিনের মাথায় টাকা মেটানো হবে হাসপাতালগুলিকে। অভিযোগ, এখন সে নিয়ম আর মানা হচ্ছে না।এই সমস্যার সমাধান না হলে স্বাস্থ্যসাথী পরিষেবা চালানো সম্ভব নয়। এছাড়া চিকিৎসা প্যাকেজের দর বাড়ানোরও আবেদন করা হয়েছে। চিঠিতে হাসপাতালগুলি জানিয়েছে, করোনাকালে চিকিৎসার জন্য একটি দর বেঁধে দিয়েছিল রাজ্য। এখন সেই হিসাবেও পরিবর্তন আনা জরুরি। কারণ, সাধারণ প্যাকেজের তুলনায় এই প্রকল্পে ব্যয় অনেক কম ধরা হয়েছে। ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছে হাসপাতালগুলিকে।