স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারে সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেউ ছাড় পাবে না। দোষীদের ধরতে পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।একই সঙ্গে তিনি জানান, মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। কিন্তু জীবন চালাতে অর্থের প্রয়োজন। সেই কারণে যাঁদের বাড়ি পুড়ে গিয়েছে, তাঁদের প্রাথমিকভাবে এক লক্ষ টাকা বৃহস্পতিবারই দেওয়া হবে বলে জানান মমতা। পরে প্রয়োজন হলে আরও এক লক্ষ টাকা বাড়ি মেরামতির জন্য দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। মমতা বলেন, ”হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যে খান থেকে হোক গ্রেফতার করতে হবে।”মুখ্যমন্ত্রীর কথায়, ”এটা ভীষণ ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনও। শুধু কয়েকটা লোকের জন্য অশান্তির আগুন। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি। আনারুলকে গ্রেফতার করা হবে।” তবে, এদিনও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ”সব দিক খতিয়ে দেখা হবে। কেউ ছাড় পাবে না। এমন শাস্তি দিতে হবে, যাতে অন্য কেউ কখনও এরকম কাজ করতে না পারে।”এদিন স্বজন হারানো পরিবারের একজনের চাকরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন হাতে হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে টাকা যে কখনও মৃত্যুর সান্ত্বনা হতে পারে না, এদিন সেকথাও বলেন তিনি। আমি জানি, কারও জীবন চলে গেলে চাকরি দিয়ে বা অর্থ দিয়ে তা পূরণ করা যায় না। কিন্তু জীবন তো কাটাতে হবে। তাই নিহতদের পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। মুখ্যমন্ত্রীর বিশেষাধিকার প্রয়োগ করে চাকরি দেওয়া হবে।
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারে সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেউ ছাড় পাবে না। দোষীদের ধরতে পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।একই সঙ্গে তিনি জানান, মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। কিন্তু জীবন চালাতে অর্থের প্রয়োজন। সেই কারণে যাঁদের বাড়ি পুড়ে গিয়েছে, তাঁদের প্রাথমিকভাবে এক লক্ষ টাকা বৃহস্পতিবারই দেওয়া হবে বলে জানান মমতা। পরে প্রয়োজন হলে আরও এক লক্ষ টাকা বাড়ি মেরামতির জন্য দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। মমতা বলেন, ”হয় আনারুলকে আত্মসমর্পণ করতে হবে না হলে যে খান থেকে হোক গ্রেফতার করতে হবে।”মুখ্যমন্ত্রীর কথায়, ”এটা ভীষণ ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি এরকম নৃশংস ঘটনা ঘটতে পারে কখনও। শুধু কয়েকটা লোকের জন্য অশান্তির আগুন। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি। আনারুলকে গ্রেফতার করা হবে।” তবে, এদিনও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ”সব দিক খতিয়ে দেখা হবে। কেউ ছাড় পাবে না। এমন শাস্তি দিতে হবে, যাতে অন্য কেউ কখনও এরকম কাজ করতে না পারে।”এদিন স্বজন হারানো পরিবারের একজনের চাকরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন হাতে হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে টাকা যে কখনও মৃত্যুর সান্ত্বনা হতে পারে না, এদিন সেকথাও বলেন তিনি। আমি জানি, কারও জীবন চলে গেলে চাকরি দিয়ে বা অর্থ দিয়ে তা পূরণ করা যায় না। কিন্তু জীবন তো কাটাতে হবে। তাই নিহতদের পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। মুখ্যমন্ত্রীর বিশেষাধিকার প্রয়োগ করে চাকরি দেওয়া হবে।