
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: রামপুরহাটের বগটুই কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এ দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্য সরকারের সিট কোনও তদন্ত করতে পারবে না।রামপুরহাটের বগুটুই কাণ্ডে নড়েচড়ে বসল। সিট নয়, তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থাকে।সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। আদালতের আরও নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করতে হবে রাজ্য সরকারকে। দোষীদের দ্রুত গ্রেফতারেরও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বেশ কয়েকটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। সব মামলাকে একত্র করে শুনানি হয় হাইকোর্টে। এর আগে বুধবার রাজ্য পুলিশের সিট বা বিশেষ তদন্তকারী দলের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট।এরপরই CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে CPIM সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, এই রায় অত্যন্ত সংগত এবং গুরুত্বপূর্ণ। এই রায়ের ফলে প্রশাসনিক ব্যর্থতাই স্পষ্ট হল।