
সংবাদ সংস্থা: পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের নাম একসপ্তাহের মধ্যেই বদলে যাচ্ছে। মেট্রোর নামের সঙ্গে যুক্ত হবে একটি হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের। নতুন নাম হবে ‘আইআইএইচএম পার্কস্ট্রিট মেট্রো। স্টেশনটির ব্রান্ডিংয়ের জন্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং কলকাতা মেট্রো রেলের একটি চুক্তি হয়েছে বুধবার। সেক্টর ৫ স্টেশনের নামও বদলে হয়েছে বন্ধন ব্যাঙ্ক স্টেশন। আবার সেনকো গোল্ড স্টেশন নামকরণ করা হয়েছে করুণাময়ী স্টেশনের। সে নাম পরিবর্তনে ধারায় এবার জুড়তে চলেছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশন। অন্যতম গুরুত্বপূর্ণ এই মেট্রো স্টেশনের নাম বদলে এবার হতে চলেছে আইআইএইচএম পার্কস্ট্রিট মেট্রো স্টেশন। আইআইএইচএম সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মেট্রো। সেই কারণেই কোব্র্যান্ডিংয়ের জন্য এই মেট্রো স্টেশনের নাম বদলে ফেলার অনুমতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে যাত্রীভাড়ার বাইরে রাজস্ব বৃদ্ধির লক্ষেই এই পদক্ষেপ। যা ভারতীয় রেলের ভাড়া বহির্ভূত রাজস্ব বাড়ানোর উদ্যোগের মধ্যেই পড়ছে। উত্তর-দক্ষিণ করিডরের পাঁচটি এবং পূর্ব-পশ্চিম করিডরের সাতটি স্টেশনে এব্যাপারে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হল পার্কস্ট্রেট। অন্যদিকে আইআইএইচএম-এর তরফে বলা হয়েছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের ব্র্যান্ডিং-এর দায়িত্ব পেয়ে তারা নিজেদের গর্বিত মনে করছে।