বাংলায় ফের সবুজ ঝড়! একের পর এক পুরসভা তৃণমূলের দখলে

Spread the love

  নিজস্ব প্রতিবেদন : ১০৭ পুরসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই বাংলায় সবুজ ঝড়! একের পর এক পুরসভা শাসকদলের হাতে চলে যাচ্ছে। যদিও ভোটের আগেই রাজ্যের চার পুরসভা তৃণমূলের কাছে গিয়েছিল। কিন্তু আজ বুধবার ভোট গননা শুরু হতেই একের পর এক পুরসভায় জয়জয়ক্কার শাসকদলের।রাজ্যে ১০৫টি পুরসভার ২২৭৬ ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। এদিকে নির্বাচনের আগেই ৩ পুরসভা- সাঁইথিয়া, সিউড়ি এবং বজবজে জয়ী হয় রাজ্যের শাসকদল। দিনহাটাতেও ১৬ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তারা। বাকি আসনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস। ভাল ফলের আশায় বুক বাঁধছে বিরোধীরাও|শুধু তাই নয়, একাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পাশাপাশি বেশ কয়েকটি ওয়ার্ড থেকে প্রার্থীদের জয়ের খবরও সামনে আসছে।অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা সমস্ত গণনাকেন্দ্রে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। থাকছে লাঠিধারী পুলিশ থেকে কমব্যাট ফোর্স। নজরদারি চালাতে প্রতিটি গণনাকেন্দ্রে রয়েছে সিসিটিভি। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, গণনাকেন্দ্রে রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।দক্ষিণবঙ্গেরও একাধিক জায়গাতেও তৃণমূলেরই জয়জয়কার। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সবুজ আবির নিয়ে বিজয় মিছিলও শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে কাঁথি পুরসভা যা কিনা অধিকারী গড় হিসাবে পরিচিত সেখানেও তৃণমূলের জয়জয়কার। ২১টি ওয়ার্ডের মধ্যে সাতটিতেই জয় তৃণমূলের। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে ১০৮ পুরসভার মধ্যে ২৫ টি পুরসভাই তৃণমূলের দখলে। বারুইপুর, চন্দ্রকোনা সহ একাধিক পুরসভা থেকে জয়ের খবর আসছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।