
বাজল যুদ্ধের দামামা! ইউক্রেনের ওপর সামরিক অভিযান রাশিয়ার নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনের-রাশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজই সামরিক অভিযান ঘোষণা করলেন ইউক্রেনের বিরুদ্ধে। বিগত কয়েকদিন ধরে যে আশঙ্কা করা হচ্ছিল তা সত্যিই করে অবশেষে শুরু হয়েই গেল যুদ্ধের। রাশিয়া যুদ্ধ ঘোষণা করার সাথেই ইউক্রেনে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে খবর। ইউক্রেনকে যাঁরা সাহায্য করছে সেই সব দেশকেও সতর্ক করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনর উপর হামলার নির্দেশ জারি করার পরেই পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রপুঞ্জ। আমেরিকা বিবৃতি দিয়ে জানিয়েছে তাঁরা রাশিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করছে। রাশিয়ার ঘোষণার আগে থেকেই গোটা ইউক্রেনে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। একাধিক বিমানবন্দরে বিমান ওঠা নামাতেও নিষেধাজ্ঞা জারি করেছিল সেদেশের প্রশাসন। রাশিয়ার মোকাবিলায় বেলারুশ থেকে ২০,০০০ সেনা সাহায্য পেয়েছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার মতায়েন করা দেড় লক্ষ সেনার সামনে তাঁরা আদেও টিকবে কিনা সে বিষয়ে অনেকেই সন্ধিহান। পরিস্থিতি জটিল হওয়া শুরু করতেই আগেই ভারতীয় পড়ুয়াদের উড়িয়ে এনেছে নয়া দিল্লি।যদিও এখনও অনেক ভারতীয়ই এখনও আটকে সেখানে। যার ফলে রাশিয়া যুদ্ধ ঘোষণা করায় সেখানে বসবাসকারী ভারতীয়দের নিয়ে উদ্বেগ বেড়েছে দিল্লির। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত এইভাবে চলতে থাকলে তৃতীয় বিশ্ব যুদ্ধের আর বেশি দেরি নেই।