
নিজস্ব প্রতিবেদন: বারাণসীতে মুখ্যমন্ত্রীকে ‘গো ব্যাক’ স্লোগান, প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার হাওড়ায় প্রতিবাদ তথা ধিক্কার মিছিল সংগঠিত হয়। উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বুধবার বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ, বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকাও দেখানো হয়। জয় শ্রীরাম স্লোগানও ওঠে। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় ধিক্কার মিছিল করে তৃণমূল। সেই ঘটনার প্রতিবাদে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত ধিক্কার মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার। মন্ত্রী জানান, লোকসভা নির্বাচনে সময় কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রী আমলারা এসেছিলেন নির্বাচনী প্রচারের কাজে। কখনও তো এভাবে তাদের ওপর আক্রমণ করা হয়নি। তাহলে মুখ্যমন্ত্রীর ওপর কেন গতকাল এ ধরনের আক্রমণ? এ ধরনের আচরণে তিনি তীব্র নিন্দা জানান। উল্লেখ্য এদিনের এই বিশাল মিছিলে তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থক পা মেলান।