বারাণসী থেকে ফেরার বিমান বিভ্রাট নিয়ে কী বললেন মমতা? 

Spread the love

  সংবাদ সংস্থা: বিমান বিভ্রাটের পিছনে আবহাওয়ার গোলযোগ ছিল না। বারাণসী থেকে ফেরার পথে বিমান বিভ্রাটের কারণ জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর বিমানের কাছাকাছি চলে এসেছিল অন্য বিমান। সংঘর্ষ এড়াতে আচমকা নামাতে হয় বিমানটিকে। প্রায় ৮ হাজার ফুট নামাতে হয় বিমানটিকে। অতি দক্ষতার সঙ্গে পাইলট তা করতে পারায়, বেঁচে যায় বিমান। সোমবার বিধানসভা অধিবেশনের আগে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। সেদিন ৮হাজার ফুট ওপর থেকে বিমানটি হঠাত্‍ নামতে শুরু করে। খারাপ আবাহওয়ায় নয়, আর একটি বিমান কাছাকাছি চলে এসেছিল। ১০ সেকেন্ড সময়ের এদিক-ওদিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাইলটের দক্ষতায় বিমান রক্ষা পেয়েছে। এখনও কেউই কোনও তদন্ত রিপোর্ট জমা দেয়নি। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী যে অসন্তুষ্ট, তা পরিষ্কার করে দিয়েছেন। বিমান বিপর্যের ফলে মুখ্যমন্ত্রীর কোমরে আঘাত লাগে। সেই ব্যথা এখনও রয়েছে বলে এদিন জানান তিনি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।