
বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ বাড়ছে নিজস্ব প্রতিবেদন: অতিমারির ধাক্কায় এমনিতেই উথাল-পাথাল সময়ের মধ্যে দিয়ে পার করছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন করে আতঙ্ক ছড়াল বার্ড ফ্লু। ২০০৬ সালে মহারাষ্ট্রেই প্রথম এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মেলে। এবার আবারও মহারাষ্ট্রেই মিলল এইচফাইভএনওয়ান ভাইরাসের হদিশ। ক দিন আগেই থানের এক পোলট্রি ফার্মে একসঙ্গে ১০০টিরও বেশী মুরগী মারা যায়। বার্ড ফ্লু-র কারণেই এই মৃত্যু বলে জানা যায়। বার্ড ফ্লু রুখতে তাই থানে-পালঘর জেলার এক অঞ্চলের এক কিলোমিটারের মধ্যে ২৫ হাজার পোলট্রি পাখিকে মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেই জানানো হয়েছ সেই রাজ্যের তরফে। মহারাষ্ট্রের মতো বিহারেও এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তবে প্রশাসনের তরফে এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেই জানানো হয়েছে। চিকিৎসকরা বলছেন, বার্ড ফ্লুর এর উপসর্গ আর সাধারণ ফ্লু এর মধ্যে কিন্তু তেমন কোনও ফারাক নেই। কাশি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট জ্বর (100.4°F বা 38°C এর বেশি) মাথাব্যথা পেশীর ব্যথা সর্দি গলা ব্যথা নাক ও মাড়ি থেকে রক্তপাত ডাক্তারদের পরামর্শ, হাত ধোয়া, বিশেষত বাথরুমে যাওয়ার আগে এবং খাবার খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নেবেন। হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে রাখবেন। সর্দির জন্য আলাদা টিস্যু ব্যবহার করুন। যে কোনও ভিড় এড়িয়ে চলুন। গরম জল দিয়ে হাত ধুতে পারলে ভাল। সরাসরি হাঁস-মুরগির সংস্পর্শে আসবেন না। এছাড়াও কাঁচা ডিম বা কাঁচা মাংস একেবারেই খাবেন না।