
নিজস্ব প্রতিবেদন: হাওড়ায় গোডাউনে বিধ্বংসী আগুন। ধূলাগড় জালান কমপ্লেক্সের দু’টি গোডাউনে ভয়াবহ আগুন লাগে সোমবার বিকেলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। এটি মূলত কাপড়ের একটি কারখানা। পাশেই দু’টি গোডাউনও রয়েছে। আজ বিকেলে এই তুলোর গুদাম থেকে কালো ধোঁয়া বেরতে দেখলে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। তুলোর গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন পাশেও ছড়িয়ে পড়ে। পরপর দু’টি গুদামকেই আগুন গ্রাস করে। সাঁকরাইলে ছয় নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জঙ্গলপুরে ঘিঞ্জি এলাকা হওয়াতে দমকল ইঞ্জিনগুলি পৌঁছতেও সমস্যা হচ্ছে। তবে কী কারণে এই ভয়ঙ্কর আগুন লাগলো সেটা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে আগুন নেভানোর পরে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে হাতেহাত মিলিয়েছেন স্থানীয় মানুষরাও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।