
বিয়ের শংসাপত্র না থাকলেও নেওয়া যাবে দত্তক সন্তান, জানাল আদালত নিজস্ব প্রতিবেদন: সন্তান দত্তক নিতে বাধ্যতামূলক নয় বিয়ের শংসাপত্র। এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইন, ১৯৫৬-এর অধীনে একজন একক পিতা-মাতাও একটি শিশুকে দত্তক নিতে পারেন। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রীনা কিন্নর নামের এক রূপান্তরকামী ও তার সঙ্গীর দায়ের করা রিট আবেদনের শুনানির সময় আদালত এ মন্তব্য করে। রীনা একজন রূপান্তরকামী। রীনা ও তাঁর সঙ্গী সন্তান দত্তক নিতে গিয়ে এই বিষয়ক বিভিন্ন বাধার সম্মুখীন হন স্বাভাবিকভাবেই। অগত্যা আদালতের দ্বারস্থ হন তাঁরা, দায়ের করেন পিটিশন। ৯ ফেব্রুয়ারি রীনা কিন্নর এবং তাঁর সঙ্গীর দায়ের করা ওই আবেদনের শুনানির সময় এই পর্যবেক্ষণ করে আদালত। পিটিশনে বলা হয়েছিল, রীনার জন্ম ১৯৮৩ সালে। রীনা এবং তাঁর সঙ্গে ২০০০ সালের ১৬ ডিসেম্বর বিয়েও করেন। বারাণসীর আরদালি বাজারের মহাবীর মন্দিরে বিয়ে করেছিলেন রীনা কিন্নর ও তাঁর সঙ্গী। বিয়ের পর থেকেই আবেদনকারীরা একটি সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। কিন্তু বাধ সাধে আইন। সন্তান দত্তক নিতে হলে বিয়ের আইনি শংসাপত্র জমা দিতে বলা হয়েছিল। বলাবাহুল্য, আইনি বিবাহের কোনও শংসাপত্রই ছিল না রীনাদের।