সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: সুন্দর এবং আদুরে চেহারার জন্য অনেকের কাছে প্রিয় হলেও ধীরে ধীরে সংখ্যায় কমে যাচ্ছে পন্ডা। একটি সূত্রে জানা গিয়েছে, পৃথিবীতে এখন মোটে দু থেকে তিন হাজার পন্ডা জীবিত। তার মধ্যে কিছু সংখ্যক চিড়িয়াখনায় দেখতে পাওয়া যায়। আর কিছু থাকে জঙ্গলে। এই পান্ডারা তুলনামূলক ভাবে কম তাপমাত্রায় থাকে। তাই বন্য প্রাণ রক্ষা আন্দোলনকারীরা পন্ডা বাঁচানো এবং তাদের জীবনযাপন এর পরিবেশ রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদতে পান্ডারা হল চীনের বাসিন্দা। তবে এদের অন্যান্য দেশেও দেখা যায়। এরা দু রকমের দেখতে পাওয়া যায়। এক রকম হল রেড পন্ডা এবং আরেকটা হল সাদা কালো পন্ডা। এই রেড পন্ডা আমরা দার্জিলিং এর চিড়িয়াখানায় দেখতে পাই। পন্ডাদের সাধারণত জঙ্গলে একাই দেখতে পাওয়া যায়। এরা একা একা থাকতে বেশি ভালোবাসে। এবং প্রতিটি পন্ডা নিজেদের অঞ্চল নিজেরাই নির্দিষ্ট করে নেয়। পন্ডারা বাঁশ গাছ খেতে ভালোবাসে। তবে জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় এদের খ্যাদাভাস ও পরিবর্তন হয়েছে।
সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা: সুন্দর এবং আদুরে চেহারার জন্য অনেকের কাছে প্রিয় হলেও ধীরে ধীরে সংখ্যায় কমে যাচ্ছে পন্ডা। একটি সূত্রে জানা গিয়েছে, পৃথিবীতে এখন মোটে দু থেকে তিন হাজার পন্ডা জীবিত। তার মধ্যে কিছু সংখ্যক চিড়িয়াখনায় দেখতে পাওয়া যায়। আর কিছু থাকে জঙ্গলে। এই পান্ডারা তুলনামূলক ভাবে কম তাপমাত্রায় থাকে। তাই বন্য প্রাণ রক্ষা আন্দোলনকারীরা পন্ডা বাঁচানো এবং তাদের জীবনযাপন এর পরিবেশ রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদতে পান্ডারা হল চীনের বাসিন্দা। তবে এদের অন্যান্য দেশেও দেখা যায়। এরা দু রকমের দেখতে পাওয়া যায়। এক রকম হল রেড পন্ডা এবং আরেকটা হল সাদা কালো পন্ডা। এই রেড পন্ডা আমরা দার্জিলিং এর চিড়িয়াখানায় দেখতে পাই। পন্ডাদের সাধারণত জঙ্গলে একাই দেখতে পাওয়া যায়। এরা একা একা থাকতে বেশি ভালোবাসে। এবং প্রতিটি পন্ডা নিজেদের অঞ্চল নিজেরাই নির্দিষ্ট করে নেয়। পন্ডারা বাঁশ গাছ খেতে ভালোবাসে। তবে জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় এদের খ্যাদাভাস ও পরিবর্তন হয়েছে।