
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা : লন্ডনে, হোয়াইটচ্যাপেল স্টেশনের সাইনবোর্ডে স্টেশনের নাম লেখা বাংলা ভাষাতে। এ এক অন্যরকম স্বীকৃতি বাংলা ভাষার। শুধুমাত্র বাংলা ভাষাতেই সাইনবোর্ড লেখা আছে তা নয় সকলের সুবিধার্থে ইংরেজি ভাষাও ব্যবহৃত হয়েছে স্টেশনের সাইনবোর্ড। লন্ডনের মেয়র জন বিগস এই প্রসঙ্গে টুইট করেন,”হোয়াইটচ্যাপেল স্টেশনে এখন দ্বিভাষিক চিহ্ন দেখে আনন্দিত – ইংরেজি এবং বাংলা উভয় ভাষা প্রেমীরা।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সূত্র ধরেই বলেন,”এটা জেনে গর্বিত যে লন্ডন টিউব রেল হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলাকে একটি সংকেতের ভাষা হিসেবে গ্রহণ করেছে, যা ১০০০ বছরের পুরনো ভাষা এবং বর্তমানে বিশ্বব্যাপী ভাষা রূপে যথেষ্ট গুরুত্ব বাড়ছে”। পরিশেষে বলতেই হয় বাংলা ভাষা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষেই আবদ্ধ নেই ক্রমবর্ধমানভাবে বিশ্বব্যাপী ভাষা রূপে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে নাম লিখিয়েছে।