
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: ২০১৯ সালের পর কোভিডের কারনে বন্ধ ছিল এই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। এরপর আবারও ২০২২ সালে এই বাণিজ্য সম্মেলনের আসর। ২০ থেকে ২১ এপ্রিল পর্যন্ত হবে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। তারই বৈঠকের জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এই নৈশভোজের আয়োজনে বিশিষ্ট অতিথি শিল্পপতিদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়ও। ইদানিং বিভিন্ন বিষয়ে তিক্ততা তৈরি হয়েছে রাজভবন ও নবান্নের মধ্যে। তবে সেসব ভুলে এই দিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ধরা দিলেন খোশ মেজাজে। কথোপকথন করতে দেখা গেল রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানকে।