বিশ্ব বসুন্ধরা দিবস 

Spread the love

সৌমিতা খাঁ/ সংবাদ সংস্থা : ২২ এপ্রিল ‘বিশ্ব বসুন্ধরা দিবস’ বিশ্বজুড়ে পালিত হয়। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই হচ্ছে দিনটির আসল লক্ষ্য। ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথমবার পালিত হয়েছিল বসুন্ধরা দিবস। ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকো-তে UNSEO সম্মেলনে শান্তি কর্মী জন ম্যাক কনেল পৃথিবীর সম্মানে একটা দিন উৎসর্গ করতে প্রস্তাব করেন। তবে ১৯৭০-এর ২১ মার্চ উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিন এই দিনটি উদযাপিত হয়। এবং পরবর্তী কালে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর গেলর্ড নেলসন ১৯৭০ সালের ২২ এপ্রিল ‘আর্থ ডে’-এর প্রচলন করেন। সে বছর কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় প্রথম দিনটি পালিত হয়েছিল। এর পর থেকে প্রতিবছর পালিত হচ্ছে দিনটি।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।