নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার গভীর রাতে বিহারের ভাগলপুরে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে, আহত ১২ জনেরও বেশি। বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি। এমনকী ভয়াবহ এই বিস্ফোরণের জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ভাগলপুরের তাতারপুর থানা এলাকার কাজওয়ালিচকের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে এবং মাটিতে মিশে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আশেপাশের অনেক বাড়ির দেয়ালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এই সময় পাশের বাড়িতে ঘুমন্ত লোকজনও গুরুতর আহত হয়। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে ওই বাড়িতে বাজি তৈরির কাজ চলছিল। ওই বাড়িতে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ ও বাজি তৈরির মশলা মজুত ছিল। তা থেকেই কোনওভাবে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার গভীর রাতে বিহারের ভাগলপুরে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে, আহত ১২ জনেরও বেশি। বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি। এমনকী ভয়াবহ এই বিস্ফোরণের জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ভাগলপুরের তাতারপুর থানা এলাকার কাজওয়ালিচকের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে এবং মাটিতে মিশে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে আশেপাশের অনেক বাড়ির দেয়ালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এই সময় পাশের বাড়িতে ঘুমন্ত লোকজনও গুরুতর আহত হয়। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে ওই বাড়িতে বাজি তৈরির কাজ চলছিল। ওই বাড়িতে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ ও বাজি তৈরির মশলা মজুত ছিল। তা থেকেই কোনওভাবে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।