বৃষ্টির সম্ভবনা দুই বঙ্গেই

Spread the love

বৃষ্টির সম্ভবনা দুই বঙ্গেই নিজস্ব প্রতিবেদন: আজ থেকে বৃষ্টি শুরু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।এর পাশাপাশি, ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। দু’য়ের প্রভাবে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এদিকে, বৃষ্টি হলেও নতুন করে পারদ নামার সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেসলিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলাতেও। আগামিকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কোনও কোনও জেলায় আগামিকাল বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই রেশ চলবে আগামী শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ মূলত উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ঙে বৃষ্টি হবে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই আজ থেকে একটানা তিন দিন হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।