
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: তীব্র গরমে নাজেহাল রাজ্য। অস্বস্তির মাঝে এখনও আভাস মেলেনি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের। যদিও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টিহয়েছে।আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে,উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুধুমাত্র পশ্চিমের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপ প্রবাহের সর্তকতা। তাপমাত্রা পৌঁছাবে চল্লিশের ঘরে। তবে বিহারে ঘূর্ণাবর্ত থাকার কারণে উত্তরবঙ্গে প্রভাব পড়বে। আপাতত এখন কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী কালবৈশাখীর আশায় দিন গুণছেন।