ভাড়া থেকে সুরক্ষা, রাজ্যে অ্যাপ ক্যাবের জন্য আসছে একাধিক নয়া নিয়ম

Spread the love

নিজস্ব প্রতিবেদন :রাজ্যে নিয়ন্ত্রণ করা হল অ্যাপ ক্যাব । আগে নানা কারণ দেখিয়ে ভাড়া ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। রাজ্য পরিবহণ দফতরের তরফে এসি ট্যাক্সির ভাড়া বেঁধে দেওয়া আছে। সেই ভাড়া নেওয়া হয় বেস ফেয়ার হিসাবে ৩৭ টাকা ৫০ পয়সা। সব ঠিকঠাক থাকলে এই মার্চ মাস থেকেই নিয়ন্ত্রণ কার্যকর হতে চলেছে বলে সূত্রের খবর। এ বার থেকে পরিবহণ দফতরের সরাসরি নিয়ন্ত্রণে আসতে চলেছে ওলা, উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি। নতুন এই বিধি চালু হয়ে গেলে অ্যাপ ক্যাব সংস্থাগুলি আর ইচ্ছামতো ভাড়া নিতে পারবে না বলেই দাবি করা হয়েছে দফতরের তরফে। অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়ে পরিবহণ দফতরে। কিন্ত সরাসরি কোনও নিয়ন্ত্রণ না থাকায়, কোনও ব্যবস্থাই নেওয়া যায় না। ওই অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে একতরফা ভাবে যা খুশি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে প্রায়শই। সঙ্গে আরও বেশ কিছু অভিযোগ ধারাবাহিক ভাবে জমা পড়ে। এমনই সব অভিযোগকে মাথা রেখেই নতুন বিধি তৈরি করা হয়েছে।তাই নতুন নিয়ন্ত্রণবিধির ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী সারচার্জের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হবে। এ ক্ষেত্রে এসি মিটার ট্যাক্সির মোট ভাড়ার ৫০ শতাংশ এই চার্জ বাবদ নিতে পারবে সংস্থাগুলি। সে ক্ষেত্রে বর্তমানের তুলনায় অ্যাপ ক্যাবের বাড়তি ভাড়া অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। নয়া নোটিফিকেশন অনুযায়ী যে সংস্থা ক্যাব চালাবে তাদের সার্ভার থাকতে হবে এই রাজ্যে। সেই সার্ভারের সব ডেটা রাজ্যের সব এজেন্সি যে কোনও সময় অ্যাকসেস করতে পারবে। এই ডেটা কমপক্ষে ৩ মাস, সর্বাধিক দুই বছর পর্যন্ত সংগ্রহে রাখতে হবে। এর পাশাপাশি যাত্রী সুরক্ষায় গাড়িতে ভেহিক্যালস ট্র‍্যাকিং সিস্টেম থাকতেই হবে। চালককে অবশ্যই দু’বছরের ক্যাব চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ির ফিটনেস থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে অবশ্যই সব নিয়ম মানতে হবে। তবে চালকদের জন্যেও ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা থাকতে হবে। জয়েন্ট কাউন্সিলর অব লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, ‘‘আমরা আগেই চেয়েছিলাম, এ বিষয়ে রাজ্য সরকার কমিশনের স্ল্যাব বেঁধে দিক। কারণ ক্যাব সংস্থাগুলি যাত্রীদের থেকে অস্বাভাবিক হারে ভাড়া নেয়। ফলে চালক বা গাড়ির মালিক, কেউই এর থেকে লাভবান হন না। তার উপর কোনও রকম তদন্ত ছাড়াই চালকদের আইডি ব্লক করে দেওয়া হয়। তাই আশা করছি, নতুন বিধি চালু হলে এই সমস্যাগুলি থেকে আমরা নিষ্কৃতি পাব।’’
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।