নিজস্ব প্রতিবেদন: উত্তর দিনাজপুর ইসলামপুরের এক ভিক্ষুকের কুঁড়েঘর থেকে উদ্ধার হল তিন লক্ষ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রতিবেশীদের চোখ কপালে। ইসলামপুরের 13 নম্বর ওয়ার্ড এর বাসিন্দা কনিকা মহন্ত পেশায় ভিক্ষুক। গত ৫ দিন আগে মৃত্যু হয় তাঁর, তারপরেই হদিস মেলে এই টাকাপয়সার। তাঁর মৃত্যুর পরে ঘরে কিছু আছে কিনা তার হদিশ করেন প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনরা। এক ভিক্ষুক এর গচ্ছিত সম্পদ যে তিন লক্ষ টাকা হতে পারে তা কল্পনা করতে পারেননি এলাকার লোকজন। এই গুপ্তধন উদ্ধারের পর থেকে টাকা কোড়াতে ব্যস্ত হয়ে পড়েন সকলে এবং খুচরো টাকা গুনতেও হিমশিম খান প্রতিবেশীরা। ভিক্ষুক কনিকা দেবী থাকতেন তাঁর বোন মনিকা এবং তাদের বৃদ্ধ মা এর সাথে। বোন মনিকা গত হয়েছেন অনেক আগেই এবং দাদা থাকতেন ইসলামপুরে অন্য স্থানে, এমনটাই খবর সূত্র মারফত। এতদিন এলাকাবাসী কনিকা দেবীর পরিবার কে চিনতেন দুস্থ বলে কিন্তু বর্তমানে লক্ষীলাভে লাখপতি ভিক্ষুক মৃত কনিকা দেবীকে নিয়ে এখন আলাদাই ধারণা এলাকাবাসীদের।
নিজস্ব প্রতিবেদন: উত্তর দিনাজপুর ইসলামপুরের এক ভিক্ষুকের কুঁড়েঘর থেকে উদ্ধার হল তিন লক্ষ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রতিবেশীদের চোখ কপালে। ইসলামপুরের 13 নম্বর ওয়ার্ড এর বাসিন্দা কনিকা মহন্ত পেশায় ভিক্ষুক। গত ৫ দিন আগে মৃত্যু হয় তাঁর, তারপরেই হদিস মেলে এই টাকাপয়সার। তাঁর মৃত্যুর পরে ঘরে কিছু আছে কিনা তার হদিশ করেন প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনরা। এক ভিক্ষুক এর গচ্ছিত সম্পদ যে তিন লক্ষ টাকা হতে পারে তা কল্পনা করতে পারেননি এলাকার লোকজন। এই গুপ্তধন উদ্ধারের পর থেকে টাকা কোড়াতে ব্যস্ত হয়ে পড়েন সকলে এবং খুচরো টাকা গুনতেও হিমশিম খান প্রতিবেশীরা। ভিক্ষুক কনিকা দেবী থাকতেন তাঁর বোন মনিকা এবং তাদের বৃদ্ধ মা এর সাথে। বোন মনিকা গত হয়েছেন অনেক আগেই এবং দাদা থাকতেন ইসলামপুরে অন্য স্থানে, এমনটাই খবর সূত্র মারফত। এতদিন এলাকাবাসী কনিকা দেবীর পরিবার কে চিনতেন দুস্থ বলে কিন্তু বর্তমানে লক্ষীলাভে লাখপতি ভিক্ষুক মৃত কনিকা দেবীকে নিয়ে এখন আলাদাই ধারণা এলাকাবাসীদের।