
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: একইদিনে মন্ত্রিসভা ভাঙা-গড়ার খেলা দেখতে চলেছে শ্রীলঙ্কা। মধ্যরাতে মন্ত্রিসভা ভাঙার পর সোমবার বিকেলে শ্রীলঙ্কায় গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বিরোধীদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। অন্যদিকে, শ্রীলঙ্কা সরকার বিক্ষোভের আগুন প্রশমিত করতে সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। যদিও তাতে ক্ষোভের আগুন বিন্দুমাত্র প্রশমিত হয়নি। রবিবার এক বিরাট বিক্ষোভ মিছিলের সাক্ষী ছিল দ্বীপরাষ্ট্র। মিছিল প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগোতে গেলে পুলিশ তাদের গতি রোধ করে। প্রতিরোধকারীদের সঙ্গে পুলিশ ধস্তাধস্তিতে জড়িয়ে যায়। শ্রীলঙ্কায় জারি করা হয়েছে ৩৬ ঘণ্টার কার্ফু। হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৬৬৪ জনকে গ্রেফতার করেছে। নতুন মন্ত্রিসভা গঠনের পর পরিস্থিতি কতটা উন্নতির দিকে এগোয় সে দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।