
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা:গত কয়েকদিনে লাগাতার দাম বৃদ্ধি হয়েছে পেট্রোল-ডিজেলের! একই সঙ্গে বেড়েছে এলপিজি গ্যাসের দামও। এবার মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়ে দাম বাড়তে চলেছে ওষুধেরও। এপ্রিল থেকে অন্তত ৮০০-রও বেশি জরুরি ওষুধের দাম বাড়তে চলেছে। শুক্রবার জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার ওষুধ প্রস্তুতকারীদের পাইকারি মূল্য বাড়ানোর অনুমতি দিয়েছে। প্যারাসিটামল থেকে শুরু করে প্রেসারের ওষুধ, অতি জরুরি হার্টের ওষুধ ও সংক্রমণের ওষুধের দাম বাড়ছে। জ্বর, সংক্রমণ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা, ত্বকের ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে ১ এপ্রিল থেকে। ফলে প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, হাইড্রোক্লোরাইড ও মেট্রোনিডাজলের মতো ওষুধের দাম বাড়ছে।