মাথাচাড়া দিচ্ছে ডেল্টাক্রন !

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা :করোনার দ্বিতীয় ঢেউয়ের মূলে ছিল ডেল্টা। তৃতীয় ওয়েভের মূলে রয়েছে ওমিক্রন। ওয়েভে যখন দেশের অবস্থা শোচনীয় তখন করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হচ্ছে মানুষজন। আর এই স্ট্রেনের নাম হলো ডেল্টাক্রন। ভারতের কোভিড জিনোমিক্স কনসোর্টিয়াম এবং জিএসএআইডি জানান দিয়েছে দেশে তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, নয়াদিল্লি মিলে ৫৬৮ টির কাছাকাছি সংক্রমিত রয়েছে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।