
নিজস্ব প্রতিবেদন: অবশেষে স্বস্তিতে আরিয়ান খান! মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবেই শারুখ খান পুত্র যুক্ত নন। বুধবার এমনই ঘোষণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)র তদন্তকারী দলের (এসআইটি)। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। এনসিবি প্রথমে দাবি করেছিল যে, মাদক চক্রের সঙ্গে যুক্ত শাহরুখ খানের পুত্র। কিন্তু এখন স্পষ্ট করে বলা হচ্ছে যে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। প্রসঙ্গত, মুম্বই উপকূলে গত ২ অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এনসিবির দল একটি প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালিয়ে আরিয়ানকে গ্রেফতার করে। আরিয়ান সহ একাধিক জনকে মাদক সেবন ও মাদক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফথার করা হয়। একাধিকবার আদালতে এই মামলার শুনানি চলার পর গত ২৮ অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ানকে জামিন দেয়। ২৬দিন আরিয়ান জেলে কাটিয়েছিলেন। আরিয়ান ৩০ অক্টোবর জেল থেকে মুক্তি পান।