
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: দক্ষিণী সিনেমা পুষ্পা ঝড়ে কাবু ৮ থেকে ৮০ সক্কলে। মাধ্যমিক পরীক্ষার খাতাতেও এবার প্রত্যক্ষ করা গেল পুষ্পার ছোঁয়া। জানা যাচ্ছে, সাদা খাতায় কিছুই লিখে আসতে পারেনি এক পরীক্ষার্থী। কেবল লিখে দিয়েছে পুষ্পা রাজের নাম। আর জানিয়ে দিয়েছে, সে কিছুই লিখতে চায় না! যেন এটাই তার ‘সোয়্যাগ’! নেট দুনিয়ায় দেখা মিলেছে এমনই এক উত্তরপত্রের। ইতিমধ্যেই অনেকেই এমন খাতা পেয়েছেন, যেখানে একটিও শব্দ লেখা নেই! কোথাও আবার প্রশ্নপত্রটাই টুকে দিয়ে এসেছে পরীক্ষার্থীরা। এই সমস্তরকম খাতা দেখতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে পরীক্ষকদের। অতিমারীর কারণে পড়াশোনার সংস্পর্শ থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে পড়ুয়ারা। স্কুল বন্ধ থাকলেও অনলাইনে পড়াশোনা চালু ছিল। কিন্তু সামনাসামনি অফলাইন ক্লাস ছিল না। আর তার ফলেই পড়াশোনার চর্চা থেকে অনেকটাই ছিন্ন হয়ে গিয়েছে বহু পড়ুয়াদের সম্পর্ক।