অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: গত মাসের শেষের দিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছিল। এবার মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল এক ধাক্কায় ২৫০ টাকা।যার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় ধাক্কা খাবেন এবং পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও।কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম 2,351 টাকা। মুম্বই শহরে গ্যাসের দাম 2,406 টাকা। চেন্নাই শহরে রান্নার গ্যাসের দাম 2,406 টাকা। তিন মহানগরীতেই বিপুল দামে বিক্রি হচ্ছে এই গ্যাস। গতমাসের শুরুতে একধাক্কায় ৫০ টাকা বেড়েছিল ঘরোয়া LPG’র দাম। এদিনও কলকাতায় ১৪ কেজি LPG’র সিলিন্ডার মিলছে ৯৭৬ টাকায়।
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: গত মাসের শেষের দিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছিল। এবার মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল এক ধাক্কায় ২৫০ টাকা।যার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় ধাক্কা খাবেন এবং পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও।কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম 2,351 টাকা। মুম্বই শহরে গ্যাসের দাম 2,406 টাকা। চেন্নাই শহরে রান্নার গ্যাসের দাম 2,406 টাকা। তিন মহানগরীতেই বিপুল দামে বিক্রি হচ্ছে এই গ্যাস। গতমাসের শুরুতে একধাক্কায় ৫০ টাকা বেড়েছিল ঘরোয়া LPG’র দাম। এদিনও কলকাতায় ১৪ কেজি LPG’র সিলিন্ডার মিলছে ৯৭৬ টাকায়।