
স্বর্ণালী মল্লিক/ সংবাদ সংস্থা: তীব্র গরমে অতিষ্ঠ রাজ্যবাসী। তবে গরম থেকে রেহাই মেলেছে বিভিন্ন জেলায়। শুক্রবার বিকালে মুর্শিদাবাদের প্রবল বৃষ্টি হয়। তারই সঙ্গে চলে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মাঠে কাজ করার সময় বৃষ্টি নামলে তড়িঘড়ি সকলে কাজ ছেড়ে চলে যান। কিন্তু মাঠেই সেচের কাজে ব্যস্ত ছিল জাকির হোসেন (২৫) এবং শরিফুল ইসলাম (১০)। আচমকা বজ্রপাত হলে তারা অচৈতন্য অবস্থায় মাঠে শুয়ে পড়ে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। উল্লেখ্য, এদিন সকালে নদিয়া মুর্শিদাবাদে ঝড় হওয়ার পাশাপাশি বৃষ্টিপাত হয়। তার ফলে গরম থেকে স্বস্তি মিললেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চাষাবাদের। ফরাক্কার কাছে ৩৪ নং জাতীয় সড়কের উপর গাছ উপড়ে পড়ে যায়। যার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। বহরমপুরের জলঙ্গি রোডে গাছ উপড়ে আহত হন দু’জন। এর ফলে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। প্রবল ঝড়ে ডোমকল মহকুমা এলাকায় গাছ পড়ে গুরুতর জখম অবস্থায় দু’জনকে ভর্তি করানো হয় হাসপাতালে।