মেলবোর্নে সম্পন্ন হল শেন ওয়ার্নের শেষকৃত্য

Spread the love

অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: শেন ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হল মেলবোর্নে। কিংবদন্তি স্পিন জাদুকরকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ৮০ জন আমন্ত্রিত অতিথি। কিংবদন্তি স্পিনারকে শেষ বিদায় দিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সতীর্থ মার্ক টেলর, অ্যালান বর্ডার, মাইকেল ক্লার্ক, মার্ভ হুজেস, গ্লেন ম্য়াকগ্রা, মার্ক ওয়া ও ইয়ান হিলি’র মতো তারকা প্রাক্তন অজি খেলোয়াড়েরাএবং আন্তর্জাতিক তারকারা।ছিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন’ও। পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এসেছিলেন ওয়ার্নের তিন সন্তান জ্যাকসন, ব্রুক এবং সামার। শেনের মা-বাবা কিথ এবং ব্রিজেট।আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। এমসিজি-র গ্রেট সাউদার্ন স্ট্যান্ডটি ওয়ার্নের নামে নামাঙ্কিত হবে ওদিন। শেন ওয়ার্ন ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা যায়। তিনি ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পার্থিব শরীর ১০ মার্চ থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়া নিয়ে আসা হয়। শেষ চেষ্টা করলেও কিছু’তেই শেষ রক্ষা করা যায়নি এই কিংবদন্তি স্পিনার’কে।
Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।