
সৌম্যদ্বীপ দাস/ সংবাদ সংস্থা: দীর্ঘ ২ বছর ২ মাস পর ফের রেলপথে ‘বন্ধন এক্সপ্রেস’-এর সৌজন্যে জুড়ল দুই বাংলা।রবিবার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতার চিৎপুরের আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ‘বন্ধন এক্সপ্রেস’ খুলনার উদ্দেশে যাত্রা শুরু করল। অন্যদিকে সেদিনই ঢাকা থেকে ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করল।এ ছাড়া ১ জুন নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে। ফলে আড়াই বছর পর চালু হল আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল। করোনায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশের ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনটি যশোর স্টেশন থেকে যাত্রী নিয়ে বেনাপোল বন্দর হয়ে সরাসরি পৌঁছবে কলকাতায়। প্রায় দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেনটি চালু হওয়ায় স্বস্তি ফিরেছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে। ব্যবসা-বাণিজ্য কিংবা চিকিৎসা নিতে ভারতে যাতায়াতে ভোগান্তি কমবে বলে মনে করছেন যাত্রীরা।যদিও দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় প্রচার না থাকায় প্রথমদিন মাত্র ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছাড়া হয়েছে।
