
ম্যাজিকাল তারিখ! চমকে দেবে আজকের দিনটি নিজস্ব প্রতিবেদন: আজ ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তারিখটা বেশ অদ্ভুত – ২২/২/২২। এরকম ২ আর শূন্যের মিশেলে তারিখ আমরা এই মাসেই আরও ২ বার দেখতে পেয়েছে। ০২ ফেব্রুয়ারি অর্থাত্ ০২/০২/২০২২ এবং ২০ ফেব্রুয়ারি অর্থাত্ ২০/০২/২০২২। তবে আজকের তারিখটার মাধ্যমেই ২০০০ সালে যে ২২২-এর সিকোয়েন্স শুরু হয়েছিল, তা শেষ হবে। এদিকে সংখ্যাতত্ত্বের এমন বিন্যাস ২২/২/২২২২ সালের, অর্থাত্ আরো ২০০ বছর পর দেখতে পাওয়া যাবে। সংখ্যাতত্ত্বে সংখ্যার ২২২ ক্রমকে প্রায়শই অ্যাঞ্জেল নম্বর হিসেবে উল্লেখ করা হয়। কেন এ নম্বরটিকে এত গুরুত্ব দেওয়া হয় সংখ্যাতত্ত্বে! ২০০০, ২০০২ এবং ২০২০ সালেও আমরা এই ধরনের তারিখ দেখেছি। সচারচর এইরকম দিন খুব একটা আসে না। একেবারে যেন ম্যাজিক্যাল তারিখ। সবদিক থেকেই সমান। জানেন কি, সংখ্যাতত্ত্ব অনুসারে ২ খুব শুভ একটি সংখ্যা। বিশেষ করে পরপর থাকা তিনটি ২ অর্থাত্ ২২২, সংখ্যাটিকে যে কোন ব্যক্তির জীবনে মঙ্গল জনক বলে মনে করা হয়। বিশেষ করে যে জাতকরা ২ সংখ্যার হয়ে থাকেন, তাদের ব্যবহার এবং বৈশিষ্ট্য কমবেশি বেশিরভাগ মানুষকে আকৃষ্ট করে। সংখ্যাতত্ত্ব অনুসারে সংখ্যা ২ সম্পর্কের মধ্যে থাকা শক্তি এবং ভারসাম্য বজায় রাখে। কোন ব্যক্তি জীবনে এই তিনটি ২ এর প্রভাবে, মানসিক শক্তি আগে থেকে বহু অংশে বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এই সংখ্যার জাতকরা যে কোন বিপদে মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে ভয় পান না এবং যে কোন কঠিন পরিস্থিতিকে সহজে সামাল দেওয়ার ক্ষমতা রাখেন। দেখে নেয়া যাক ২২২ সংখ্যাটি সম্পর্কে নিউমেরোলজি কী বলছে- সংখ্যাতত্ত্বে ২ নম্বরটি দ্বৈততা, অংশীদারিত্ব, সম্পর্ক এবং ভারসাম্যের শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। ২ নম্বরটি সাধারণত আপস, গ্রহণযোগ্যতা, সহানুভূতি, সহযোগিতা এবং সম্প্রীতির চারপাশে কেন্দ্রীভূত হয়। ২ সংখ্যার জাতকরা মানিয়ে নিতে পারেন, সমব্যাথী হন এবং সহযোগিতা করতে পারেন। আর ২২২ সংখ্যার প্রভাবে এনার্জি বহুগুণ বেড়ে যায়। জীবনের প্রতি সহমর্মিতা, ভারসাম্য রক্ষাও বাড়ে অনেকটাই।