
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত গোটা ইউক্রেন । আর এই বিধ্বস্ত পরিস্থিতিতে আশ্রয়হীন , অভুক্ত ইউক্রেন বাসীর পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান। গত কয়েকদিন ধরেই এমন সব ছবি ঘুরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অভিজ্ঞরা বলছেন, লক্ষ্য করা যাবে হাতে গোনা দু’তিনটে ফটো ঘোরাফেরা করছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার যুগে অনেকসময়ই তা স্রেফ ফ্যাক্ট চেক না করেই শেয়ার করা হচ্ছে। সম্প্রতি একটি ফ্যাক্ট চেকিং সংস্থা জানায়, ইউক্রেনের এমন একটি ছবি শেয়ার হচ্ছে যা কিনা ২০১৬ সালের! আরেকটি ছবি নিয়েও তাদের অনুমান যে সেই ছবিটি ২০১৫ সালের। এসব কিছুর পর এখন প্রশ্ন হলো সাধারণ মানুষ বিশ্বাস করবে কাকে? সংবাদ সংস্থাকে নাকি ফ্যাক্ট চেকিং সংস্থাকে নাকি মুহূর্তে লাইক, শেয়ার, কমেন্টের বন্যা বয়ে যাওয়া ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ার পোস্টকে? কারণ সাধারণ মানুষ এত কিছু বোঝে না তাদের কাছে মেজরিটি যেটা বলবে সেটাই গ্রহণযোগ্য। আর এই মেজরিটির রেষারেষির দিক থেকে এখন সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে মেইনস্ট্রিম মিডিয়ার থেকে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। তথ্য ও খবরের আসল নকল তফাৎ করাই দুরূহ হয়ে উঠছে আমজনতার কাছে। ছবি: প্রতীকী চিত্র