শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: মুক্তির পর থেকেই প্রশংসা এবং সমালোচনার কেন্দ্রে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এরই ফাঁকে ভাইরাল এক পোস্টার। কোনও ডিজিটাল প্রিন্টিং বা রঙে আঁকা নয়, বরং রক্ত দিয়ে তৈরি । যা দেখলে গা শিউরে উঠবে। নিজের রক্ত দিয়ে পোস্টার এঁকেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর এক অনুরাগী মঞ্জু সোনি। এই পোস্টটার ভাইরাল হওয়ার পরে তা নজরে আসে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। তিনি এইরূপ প্রতিভার প্রশংসা করলেও পরবর্তী কালের টুইট করে জানান,”মঞ্জু সোনি জিকে কীভাবে ধন্যবাদ জানাব। শত শত প্রনাম কিন্তু আমি খুব গুরুত্ব সহকারে অনুরোধ করছি যে এই ধরনের কিছু না করাই শ্রেয়, এটা মোটেও ভাল নয়।” উল্লেখ্য, এই ছবির বক্তব্যে উঠে আসে ১৯৯০-এ উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের ‘গণহত্যা’র কাহিনী। হয়তো সেই গনহত্যার রক্ত এই অনুরাগীর মনে দাগ কেটেছে, তাই সেই রক্ত দিয়েই তৈরী করে ফেলেছেন পোস্টার। রাজনীতিবিদ, সমালোচকগণ থেকে শুরু করে বলিউড টলিউডের বড় নায়ক নায়িকা প্রায় কারওরই দেখতে বাকি নেই ” দ্য কাশ্মীর ফাইলস”।
শ্রেয়া ঘোষ/ সংবাদ সংস্থা: মুক্তির পর থেকেই প্রশংসা এবং সমালোচনার কেন্দ্রে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এরই ফাঁকে ভাইরাল এক পোস্টার। কোনও ডিজিটাল প্রিন্টিং বা রঙে আঁকা নয়, বরং রক্ত দিয়ে তৈরি । যা দেখলে গা শিউরে উঠবে। নিজের রক্ত দিয়ে পোস্টার এঁকেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর এক অনুরাগী মঞ্জু সোনি। এই পোস্টটার ভাইরাল হওয়ার পরে তা নজরে আসে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। তিনি এইরূপ প্রতিভার প্রশংসা করলেও পরবর্তী কালের টুইট করে জানান,”মঞ্জু সোনি জিকে কীভাবে ধন্যবাদ জানাব। শত শত প্রনাম কিন্তু আমি খুব গুরুত্ব সহকারে অনুরোধ করছি যে এই ধরনের কিছু না করাই শ্রেয়, এটা মোটেও ভাল নয়।” উল্লেখ্য, এই ছবির বক্তব্যে উঠে আসে ১৯৯০-এ উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের ‘গণহত্যা’র কাহিনী। হয়তো সেই গনহত্যার রক্ত এই অনুরাগীর মনে দাগ কেটেছে, তাই সেই রক্ত দিয়েই তৈরী করে ফেলেছেন পোস্টার। রাজনীতিবিদ, সমালোচকগণ থেকে শুরু করে বলিউড টলিউডের বড় নায়ক নায়িকা প্রায় কারওরই দেখতে বাকি নেই ” দ্য কাশ্মীর ফাইলস”।