সংবাদ সংস্থা: দলের রাজ্য কমিটির জন্য আজ নজরুল মঞ্চে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিলই আজ বহু ক্ষেত্রে বদল ঘটাবেন দলনেত্রী। বৈঠক শেষে দেখা গেল বেশ কিছু ক্ষেত্রে রদবদল ঘটিয়েছেন মমতা। সূত্রের খবর সোমবার বিকেলেই এই রদবদল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।রাজ্য তৃণমূলের সহ সভাপতি করা হয়েছে তাপস রায়কে। তাই তাঁকে উত্তর কলকাতা জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হল। ওই জায়গায় জেলা সভাপতির দায়িত্ব দিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ এর আগে জেলা সভাপতি ছিলেন। মাঝখানে সাংসদকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল তাপসবাবুকে। এদিন উত্তর কলকাতার সাংসদকে ফের পুরনো দায়িত্বে ফেরানো হল। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হল তুষার দলুইকে। সৌমেন মহাপাত্রকে এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান করা হয়েছে। বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে গোপাল শেঠকে। কৃষ্ণনগরের জেলা সভাপতি পদে আনা হল কল্লোল খানকে। এদিন দিদি বলেন, বনগাঁ নিয়ে একাধিক অভিযোগ এসেছিল। তাই এখানকার জেলা সভাপতি বদল করা হল। তবে মমতা ইঙ্গিত দিয়ে দিয়েছেন, এটাই শেষ নয়। পরে যদি মনে হয় কোনও জেলায় সভাপতি বদল করা দরকার, তাহলে তা করা হবে।এদিকে মমতা ক্যাবিনেটে যে বদল এল, তা কিছুটা এরকম, পুর ও নগরোন্নায়ন দপ্তরের দায়িত্ব পেলেন ফিরহাদ। কলকাতার মেয়র হওয়ার আগে ১০ বছর এই দায়িত্ব সামলেছিলেন তিনি। মাঝে এই দায়িত্ব গিয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্য এর হাতে। হাত ঘুরে সেই দায়িত্ব ফের পেলেন ফিরহাদ। অবশ্যই সঙ্গে সামলাবেন আবাসন ও পরিবহন দপ্তরের কাজ। অন্যদিকে, অর্থ দফতর স্বাধীন ভাবে গেল চন্দ্রিমা ভট্টাচার্য এর হাতে।গতকাল এই বদল হওয়া তালিকা পাঠান হয়েছিল রাজ্যপালের কাছে। ইতিমধ্যে ট্যুইট করে রাজ্যপাল নতুন নামের তালিকা প্রকাশ করেছেন। দলের রাজ্যকমিটি পুনর্বিন্যাসের কাজও ইতিমধ্যে সম্পন্ন বলে জানা গিয়েছে। উল্লেখ্য এর আগেও শীতকালীন অধিবেশনে সময় মন্ত্রী সভার অল্প বিস্তর রদবদল করেছিলেন। সুব্রত মুখোপাধ্যায় এর মৃত্যুর পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে। শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল।
সংবাদ সংস্থা: দলের রাজ্য কমিটির জন্য আজ নজরুল মঞ্চে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিলই আজ বহু ক্ষেত্রে বদল ঘটাবেন দলনেত্রী। বৈঠক শেষে দেখা গেল বেশ কিছু ক্ষেত্রে রদবদল ঘটিয়েছেন মমতা। সূত্রের খবর সোমবার বিকেলেই এই রদবদল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।রাজ্য তৃণমূলের সহ সভাপতি করা হয়েছে তাপস রায়কে। তাই তাঁকে উত্তর কলকাতা জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হল। ওই জায়গায় জেলা সভাপতির দায়িত্ব দিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ এর আগে জেলা সভাপতি ছিলেন। মাঝখানে সাংসদকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল তাপসবাবুকে। এদিন উত্তর কলকাতার সাংসদকে ফের পুরনো দায়িত্বে ফেরানো হল। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হল তুষার দলুইকে। সৌমেন মহাপাত্রকে এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান করা হয়েছে। বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে গোপাল শেঠকে। কৃষ্ণনগরের জেলা সভাপতি পদে আনা হল কল্লোল খানকে। এদিন দিদি বলেন, বনগাঁ নিয়ে একাধিক অভিযোগ এসেছিল। তাই এখানকার জেলা সভাপতি বদল করা হল। তবে মমতা ইঙ্গিত দিয়ে দিয়েছেন, এটাই শেষ নয়। পরে যদি মনে হয় কোনও জেলায় সভাপতি বদল করা দরকার, তাহলে তা করা হবে।এদিকে মমতা ক্যাবিনেটে যে বদল এল, তা কিছুটা এরকম, পুর ও নগরোন্নায়ন দপ্তরের দায়িত্ব পেলেন ফিরহাদ। কলকাতার মেয়র হওয়ার আগে ১০ বছর এই দায়িত্ব সামলেছিলেন তিনি। মাঝে এই দায়িত্ব গিয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্য এর হাতে। হাত ঘুরে সেই দায়িত্ব ফের পেলেন ফিরহাদ। অবশ্যই সঙ্গে সামলাবেন আবাসন ও পরিবহন দপ্তরের কাজ। অন্যদিকে, অর্থ দফতর স্বাধীন ভাবে গেল চন্দ্রিমা ভট্টাচার্য এর হাতে।গতকাল এই বদল হওয়া তালিকা পাঠান হয়েছিল রাজ্যপালের কাছে। ইতিমধ্যে ট্যুইট করে রাজ্যপাল নতুন নামের তালিকা প্রকাশ করেছেন। দলের রাজ্যকমিটি পুনর্বিন্যাসের কাজও ইতিমধ্যে সম্পন্ন বলে জানা গিয়েছে। উল্লেখ্য এর আগেও শীতকালীন অধিবেশনে সময় মন্ত্রী সভার অল্প বিস্তর রদবদল করেছিলেন। সুব্রত মুখোপাধ্যায় এর মৃত্যুর পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে। শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল।