
নিজস্ব প্রতিবেদন: করোনা কাঁটা ধীরে ধীরে সরছে রাজ্য থেকে। তাই স্বাভাবিক হচ্ছে সমস্ত পরিষেবা। স্বাভাবিক ভাবেই নাগরিক পরিষেবায় আরও জোর দিতে বেশি সংখ্যক মেট্রো নামানো হচ্ছে। রবিবার যেখানে খুব কম মেট্রো চলত সেই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলেই জানা গিয়েছে। আগামী রবিবার অর্থাত্ ৬ মার্চ থেকে সকাল ৯টা থেকে মিলবে মেট্রো পরিষেবা। এতদিন রবিবার সকাল ১০টা থেকে চালু হত মেট্রো পরিষেবা। অর্থাত্ এবার থেকে এক ঘণ্টা আগে থেকেই মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। ফলে সুবিধা হবে যাত্রীদের। আগে প্রতি রবিবার আপ ও ডাউন মিলিয়ে ১২০টি মেট্রো যাতায়াত করত। কিন্তু এবার তা বেড়ে হচ্ছে ১২৮। আপ ও ডাউনে ৬৪টি করে মেট্রো চলবে। রবিবার দমদম, দক্ষিণশ্বর, কবি সুভাষ থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টা থেকে। করোনা পরিস্থিতি শুরু হওয়ার আগে এই লাইনে প্রতি রবিবার ১২৪টি ট্রেন চলত। করোনা পরিস্থিতি যখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, তখন রবিবার, ছুটির দিনে মেট্রো পরিষেবা কিছুটা হলেও বাড়ানো হল। রবিবার দিনের প্রথম মেট্রোর সময় সকাল ১০টার পরিবর্তে সকাল ৯টা করা হলেও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। সেক্ষেত্রে প্রতি রবিবার দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।