স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: তিনি অভিনেত্রী, নৃত্যলিল্পী, বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে, আবার উত্তম কুমারের নাতবৌ। একই অঙ্গে নানা পরিচয় দেবলীনা কুমারের । বাপের বাড়ির দিকে রাজনৈতিক আলোচনা নতুন নয় তাঁর কাছে। দেবাশিস কুমার দীর্ঘদিন ধরে রাসবিহারীর তৃণমূল বিধায়ক। বাবার হয়ে ভোট প্রচারে গিয়েছেন মেয়েও। আপাতত তিনি তুমুল ব্যস্ত সিনেমার কাজে। ছবির শুটিংয়ের কারণে এতটাই সময় চলে যায়, যে রাজনীতির জন্য এই মুহূর্তে সময় বের করা খুব মুশকিল। তবে যখন তিনি রাজনীতিতে আসবেন, তখন তিনি মন দিয়ে শুধুমাত্র সেটাই করবেন।দেবলীনা বলেন, সুযোগ পেলে রাজনীতিতে আসতে চান তিনিও। গত বছর পুরসভা নির্বাচনের সময়ে ভোটে দাঁড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে দলের থেকে। কিন্তু নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেবলীনা। কারণ তাঁর মতে, রাজনীতির জন্য অনেকটা সময় দরকার যেটা তাঁর কাছে এই মুহূর্তে নেই।
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: তিনি অভিনেত্রী, নৃত্যলিল্পী, বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে, আবার উত্তম কুমারের নাতবৌ। একই অঙ্গে নানা পরিচয় দেবলীনা কুমারের । বাপের বাড়ির দিকে রাজনৈতিক আলোচনা নতুন নয় তাঁর কাছে। দেবাশিস কুমার দীর্ঘদিন ধরে রাসবিহারীর তৃণমূল বিধায়ক। বাবার হয়ে ভোট প্রচারে গিয়েছেন মেয়েও। আপাতত তিনি তুমুল ব্যস্ত সিনেমার কাজে। ছবির শুটিংয়ের কারণে এতটাই সময় চলে যায়, যে রাজনীতির জন্য এই মুহূর্তে সময় বের করা খুব মুশকিল। তবে যখন তিনি রাজনীতিতে আসবেন, তখন তিনি মন দিয়ে শুধুমাত্র সেটাই করবেন।দেবলীনা বলেন, সুযোগ পেলে রাজনীতিতে আসতে চান তিনিও। গত বছর পুরসভা নির্বাচনের সময়ে ভোটে দাঁড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে দলের থেকে। কিন্তু নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেবলীনা। কারণ তাঁর মতে, রাজনীতির জন্য অনেকটা সময় দরকার যেটা তাঁর কাছে এই মুহূর্তে নেই।