
নিজস্ব প্রতিবেদন: এবার সব স্কুলেই নীল-সাদা পোশাক পরতে দেখা যাবে শিক্ষার্থীদের। ইতিমধ্যেই শিক্ষা দফতরে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্কুলগুলিতে সেই পোশাকগুলি সরবরাহ করবে। এর আগে শিক্ষা দফতর স্কুলগুলোর কাছে জানতে চেয়েছিল পোশাকের কোনও বিশেষত্ব আছে কি না। এবার যেহেতু সব স্কুলের ছাত্রদের ইউনিফর্ম একই রঙের হচ্ছে, তাই স্কুলের কোনও বিশেষত্ব বিবেচনায় নেওয়া হবে না বলে সূত্র মারফত খবর। এখন পর্যন্ত স্কুলগুলি সরকারি টাকায় জামাকাপড় কিনত এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ছাত্রদের জন্য ইউনিফর্ম তৈরি করত। অনেক ক্ষেত্রে ভিন রাজ্য থেকে কাপড় বাজারে এসেছে। তবে রাজ্যের তাঁতশিল্পের উন্নতির জন্য নিয়মে পরিবর্তনের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সিদ্ধান্ত হয়েছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের কাছ থেকে কাপড় কিনবে রাষ্ট্রায়ত্ত সংস্থা তন্তুজ। ফাইবারের মাধ্যমে সেই কাপড় পাবে স্বনির্ভর গোষ্ঠী। তারপর তারা শিক্ষার্থীদের মাপ অনুযায়ী ইউনিফর্ম তৈরি করে স্কুলে পাঠাবে। সরকার জানিয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত ছেলেরা পাবে একটি হাফ ও ফুল শার্ট এবং একটি হাফ ও ফুল প্যান্ট। প্রয়োজনে টাইও দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের একটি হাফ এবং একটি ফুল শার্ট, পাশাপাশি দুটি ফুল প্যান্ট দেওয়া হবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত মেয়েরা দুটি শার্ট এবং একটি স্কার্ট এবং একটি টিউনিক পাবে। স্কুল চাইলে টাইও দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা দুই জোড়া সালোয়ার কামিজ ও ওড়না পাবে। ছেলেদের প্যান্টের পকেটের জন্য প্রস্তুতকারকদের হালকা কাপড় আলাদা করে রাখতে হবে। অফিস থেকে লোগো সহ ব্যাজ আসবে।