
স্নেহা শেঠ/ সংবাদ সংস্থা: রাজ্যে শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে।’ বিধানসভায় বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন, “দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। তবে এখন নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে। সেই সমস্যার দ্রুত সমাধান হবে। দ্রুত নিয়োগ হবে।” শিক্ষামন্ত্রী আরও বলেন, “আগামীদিনে কোনও শূন্য পদ থাকবে না। দীর্ঘদিন ধরেই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনও করতে থাকেন চাকরিপ্রার্থীরা। তবে, এবার রাজ্যের হবু শিক্ষকদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ শিক্ষক নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে এবার বড় বার্তা দিয়েছেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা এগোচ্ছি। কী ভাবে কবে সেটা এখনই সুনির্দিষ্ট বলা সম্ভব নয়। তবে আমরা নিয়োগ করব।” বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। কখনই বিকাশ ভবনের সামনে, কখনও হাজরা উত্তপ্ত হয়েছে। পারদ চড়েছে জেলাগুলিতেও। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তাঁদের অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে গত সপ্তাহেই। সূত্রের খবর, এখনও পর্যন্ত পাঁচ হাজার চাকরি প্রার্থীর মামলা নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। ১২০০ চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল গত বছরেই। হাইকোর্টের সাম্প্রতিক রায় অনুসারে, দ্রুত চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন করতে হবে। যদি শিক্ষামন্ত্রীর এই আশ্বাস বাস্তবায়িত হয়, বিষয়টি অনেকটাই ইতিবাচক বলে মনে করা হচ্ছে।