
অঙ্কিতা মাইতি/ সংবাদ সংস্থা: রাজ্যের সমস্ত স্কুলের জন্য এবার একইরকমের পোশাক নির্ধারিত করে দিল রাজ্য সরকার। প্রত্যেক ছাত্রছাত্রীকেই পরতে হবে নীল-সাদা পোশাক। সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও সরকার পোষিত সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই প্রযোজ্য হবে এই নিয়ম।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছের কথা মাথায় রেখে এবার প্রস্তুতি শুরু হল। এ নিয়ে রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক। বর্তমান নিয়মানুসারে স্কুলগুলি নিজের পছন্দমত সংস্থা বা নির্দিষ্ট ব্যাক্তিকে পোশাকের বরাত দেয়। সেই পোশাকের গুণমান এবং সরকারের ধার্য দাম আর পড়ুয়াদের কাছে পৌঁছানো পোশাকে অনেক তফাত বলে অভিযোগ উঠছে।এই বৈষম্য দূর করার জন্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তর (MSME) এবার পোশাক তৈরি করবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি নির্দেশিকায় এও জানানো হয়েছে যে, পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্ররা একটি করে হাফ ও ফুল শার্ট এবং একটি করে হাফ ও ফুল প্যান্ট পাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য বরাদ্দ একটি করে হাফ ও ফুল শার্ট। সঙ্গে পাবে দুটি করে ফুল প্যান্টও। পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রীরা পাবে দু’টি করে শার্ট, একটি স্কার্ট ও একটি টিউনিক। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীরা পাবে দু`জোড়া সালওয়ার কামিজ ও ওড়না। স্কুল চাইলে টাই-ও দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এছাড়াও স্কুলের লোগো ও ব্যাজ-ও আসবে দফতর থেকেই। এছাড়া পড়ুয়াদের ইউনিফর্মে থাকবে বিশ্ববাংলার লোগো।